Home Miscellaneous কৈলাশ মানসরোবরে যাওয়ার বিকল্প রাস্তা

কৈলাশ মানসরোবরে যাওয়ার বিকল্প রাস্তা

3
0
kailash-yatra
kailash-yatra

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার মানসরোবর যাত্রার সময় কমে যাবে। কৈলাশ মানসরোবরে যাওয়ার বিকল্প রাস্তার উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বাড়িয়ে তুলতে এই নতুন অধ্যায়ের সূচনা হল। উত্তরাখণ্ডের ধারচুলা থেকে চিন সীমান্ত লাগোয়া লিপুলেখ পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থার সূচনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

জানা গিয়েছে, এই নতুন রাস্তায় কৈলাশ মানসরোবর যাওয়ার জন্য ৩ দিন সময় বাঁচবে পুণ্যার্থীদের। সূত্রের আরও খবর, পিথোরগড় থেকে গুঞ্জি পর্যন্ত একটি কনভয়ের যাত্রারও সূচনা হয়। এই সড়কে যাতায়াত শুরু হলে স্থানীয় বাণিজ্য ও আর্থিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here