Home Miscellaneous “আম্ফান” আস্ফালনে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাদাবনের অধিবাসীরা

“আম্ফান” আস্ফালনে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাদাবনের অধিবাসীরা

26
0
Amphan Effect-5
Amphan Effect-5

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বাঘ বাঁচলেও প্রায় ১২০ কোটি ক্ষতির মুখে সুন্দরবন এলাকা। স্থানীয় সূত্রের খবর, লকডাউন পর্বে চাষাবাদ, মাছ ধরা ও মধু সংগ্রহ হয়নি। এবার “আম্ফান” তাণ্ডবে মাথার চালও উড়ে গিয়েছে সুন্দরবনবাসীর। সুপার সাইক্লোন “আম্ফান”-এর আস্ফালনে কার্যত ধ্বংসের স্তূপে দাঁড়িয়ে বাদাবনের অধিবাসীরা। ওই এলাকার বাসিন্দা সূত্রের খবর, একাধিক বাঁধ ভেঙেছে, বিট অফিস ক্ষতিগ্রস্ত। জেটি ভেঙেছে ও নষ্ট হয়েছে জঙ্গলের ধারে থাকা নাইলন ফেন্সিং। তবে এখনও পর্যন্ত সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের বসতি এলাকা থেকে বড় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। বাদাবনের বাঘ “আম্ফান”-এর থাবা থেকে নিজেদের বাঁচাতে পেরেছে কিনা, সে প্রশ্ন রয়ে গিয়েছে। সুন্দরবনের পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ, তার স্পষ্ট চিত্র এখনও বন দপ্তরের হাতে আসেনি। যোগাযোগ ব্যবস্থা এখন সম্পূর্ণ বিধ্বস্ত। অনেক বসতি এলাকায় ঘরের মাথায় চাল নেই। সরকারের কাছে ক্ষতির প্রাথমিক রিপোর্টও জমা দিতে পারছেন না বনাধিকারিকরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বায়োস্ফিয়ার রিজার্ভ মিলিয়ে কমপক্ষে ১২০ কোটি টাকার পরিকাঠামোগত ক্ষতি হয়েছে। সেই অঙ্কটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা এ বিষয়ে জানিয়েছেন, ক্ষতি অপরিসীম, তা বলাই বাহুল্য। তবে এত ক্ষতি সয়েও সুন্দরবনের ম্যানগ্রোভ আবার কলকাতাকে বাঁচিয়ে দিয়ে গেল। হয়তো বাদাবনের বাঘকেও। কলকাতায় অরণ্য ভবনে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আম্ফান”-এ সুন্দরবনের বাঘের অন্য কোনও জীবজন্তুর মৃত্যু হয়েছে, এমন খবর এখনও আমরা পাইনি। তবে ব্যাঘ্র প্রকল্পের ১০৭ কিলোমিটার দীর্ঘ নাইলনের ফেন্সিংয়ের একটা বড় অংশে অনেকটাই ক্ষতি হয়েছে। কিছু জায়গায় নিশ্চিহ্ন। আমরা চেষ্টা করছি, সেটা কত দ্রুত মেরামত করা যায়। একই সঙ্গে সুন্দরবনের ৬টি গুরুত্বপূর্ণ জেটি ভেঙেছে। বন দপ্তরের ক্যাম্প, বিট অফিসগুলি প্রবলভাবে ক্ষতিগ্রস্ত। সবটা বুঝে উঠতে আরও কিছুটা সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here