কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের জন্য উদ্যোগ। সোনু সুদ, অমিতাভ বচ্চন ও স্বরা ভাস্কর। এ ব্যাপারে বিশেষ তৎপরতা দেখিয়েছেন। সূত্রের খবর, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য উদ্যোগী হলেন তাঁরা। এক্ষেত্রে জানা গিয়েছে, অমিতাভের হোম স্টেট উত্তরপ্রদেশের উদ্দেশে ১০টি বাস পাঠানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য। এই উদ্যোগের নেপথ্যে ছিলেন বিগ-বি। আবার স্বরা ভাস্কর ও তাঁর টিম সদস্যরা উদ্যোগী হয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য তথ্য সংগ্রহ করছেন বলে জানা যায়। তিনি মুম্বই থেকে দিল্লি এসেছেন। রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে শ্রমিকদের ট্রেনের টিকিটের বন্দোবস্তও করছেন তিনি, এমনটাই জানা গিয়েছে।