Home Miscellaneous ১২ কোটি ২০ লক্ষ ভারতীয় কাজ হারিয়েছেন এপ্রিলে- সংস্থা রিপোর্ট

১২ কোটি ২০ লক্ষ ভারতীয় কাজ হারিয়েছেন এপ্রিলে- সংস্থা রিপোর্ট

37
0
Unemployment
Unemployment

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এপ্রিলে কর্মহীন ১২ কোটিরও বেশি ভারতীয়। সূত্রের খবর, লকডাউন পর্বে শুধুমাত্র গত এপ্রিল মাসেই কাজ হারিয়েছেন ১২ কোটি ২০ লক্ষ ভারতীয়। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি নামে এক সংস্থার রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দিনমজুর ও ছোট ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরা।

ওই তালিকায় হকার, রাস্তার ধারে পসরা সাজিয়ে বসা বিক্রেতা, নির্মাণ সংস্থার কর্মী, হস্তশিল্পী ও রিকশাচালক রয়েছেন। অন্যদিকে মহামারীর জেরে অর্থনীতি ধসে পড়ায় গোটা বিশ্বের প্রায় ৪ কোটি ৯০ লক্ষ মানুষ দুর্দশায়। এক্ষেত্রে আয় দৈনিক দু-ডলারের কম তাঁরা প্রবল দারিদ্রের মধ্যে ডুবে যেতে চলেছে। এক্ষেত্রে শীর্ষে অবস্থান করবে ভারত।

বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে, প্রায় ১ কোটি ২০ লক্ষ ভারতীয় এবছরই ওই সীমারেখায় চলে যাবেন বলে ইঙ্গিত। বিশেষজ্ঞ মহলের একাংশের বক্তব্য, গত কয়েক বছরে দারিদ্র্য দূরীকরণের জন্য সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, তা কার্যকর হয়নি। চলতি বছরে কর্মসংস্থানের উন্নতির কোনও আশা দেখা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here