কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “আম্ফান”-এর দাপটে নীড়হারা পক্ষীকূল। তাদের জন্য কৃত্রিম বাসার ব্যবস্থা করছে স্বেচ্ছাসেবী সংস্থা। নীড়হারা পাখিরা বাসায় ফিরুক এটাই মূলত লক্ষ্য। স্থানীয় সূত্রের খবর, “আম্ফান” ঝাপটায় হাওড়ার বড় অংশের গাছ ক্ষতিগ্রস্ত। ওই গাছে থাকা পাখিরা বাসা হারা। এবার পক্ষীকূলের পাশে দাঁড়ালো হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ নামে একটি সংগঠন। জেলা জুড়েই পাখির বাসা তৈরি করছে ওই সংস্থা।