কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকার করোনা আবহাওয়ায় বিভিন্ন দেশ থেকে ফিরে আসা পেশাদার ব্যক্তিদের জীবিকার সংস্থান করে দিতে উদ্যোগী হল। সূত্রের খবর, এই সংক্রান্ত বিষয়ে একটি তথ্যভান্ডার তৈরি করে নিয়োগকারী সংস্থা, রাজ্য সরকার এবং বণিকসভাগুলিকে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের নাম ‘স্বদেশ’। জানা গিয়েছে, এই উদ্যোগে দক্ষতা বিকাশ, অসামরিক পরিবহণ ও বিদেশমন্ত্রক একসঙ্গে কাজ করবে। ‘বন্দে ভারত প্রকল্প’-এর মাধ্যমে যেসব কর্মী বা পেশাদাররা দেশে ফিরেছেন, তাঁদের অনলাইন স্বদেশ কার্ডে রেজিস্ট্রেশন করতে হবে।