কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “আম্ফান” বিধ্বস্ত কলকাতা শহরে কয়েক হাজার গাছ পড়ে যায়। ওই তাণ্ডবে জখম বহু পাখিও। সূত্রের খবর, ঝড়ের পর থেকেই ওই সব পাখিদের শুশ্রূষার ভার নিয়েছে বনদপ্তর। বেশ কিছু পাখি সুস্থও হয়ে উঠেছে বলে খবর। ইতিমধ্যেই প্রকৃতির কোলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রায় ৪০টি পাখির আঘাত গুরুতর। কারও ডানা ভেঙেছে। কারও পা জখম হয়েছে। এখন ওই সব পাখিরা খাবার খোঁজার মতো অবস্থায় নেই। সল্টলেকের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রই এখন তাদের আশ্রয়স্থল। সূত্রের আরও খবর, ডাক্তারদের চিকিৎসাধীন থাকা ছাড়াও নির্দিষ্ট সময়ে খাবার খেয়ে দিন কাটছে বক, চিল ও পেঁচার মতো একাধিক পাখির। “আম্ফান”-এর পর প্রায় ১০০ জখম পাখিকে উদ্ধার করা হয়েছিল। যার মধ্যে ১০টি ছোট বাচ্চাও ছিল।