Home Miscellaneous কৃষিতে ভারতকে আত্ম-নির্ভর করতে বার্তা কেন্দ্রীয় সরকারের

কৃষিতে ভারতকে আত্ম-নির্ভর করতে বার্তা কেন্দ্রীয় সরকারের

28
0
Agriculture Furm
Agriculture Furm

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কৃষিতে স্ব-নির্ভর হতে বেসরকারি বিনিয়োগের উপর নজর দিতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, কৃষিতে ভারতকে আত্ম-নির্ভর করতে বেসরকারি বিনিয়োগের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আরও জানা গিয়েছে, রোগ প্রতিরোধক, পুষ্টিগুণ সম্পন্ন বিশেষ বীজ ব্যবহার করে খাদ্যসামগ্রীর পরিবর্তন আনতেও উদ্যোগী হল কেন্দ্র। উল্লেখ্য, করোনা আবহে কৃষকরা তৎপরতার সঙ্গে কাজ করেছে। লকডাউনেও কৃষি উৎপাদনে সামান্যমাত্র ঘাটতি ঘটেনি।

রাজ্যগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী স্বস্তিতে কেন্দ্র। দেশে বাড়তি খাদ্যসামগ্রীও উৎপাদন হয়েছে বলে জানানো হয়েছে। ভবিষ্যতের কথা ভেবেই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, আগামী ৩০ বছরে ভারতের জনসংখ্যা হবে ১৬০ কোটি। এরফলে কেবল উৎপাদন বাড়ালেই হবে না, পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যসামগ্রী মানুষের মুখে তুলে দেওয়া কৃষক ও বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ। কৃষিতে স্ব-নির্ভর হতে বেসরকারি বিনিয়োগ ব্যাপক হারে বাড়াতেই হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি জিঙ্ক, আয়রন, প্রোটিনসমৃদ্ধ রোগ ও কীটাণু প্রতিরোধক উচ্চমানের বীজ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। কম জল ব্যবহার করেও কী করে চাষের উৎপাদন বাড়ানো যায়, সেদিকেও বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। আবার স্বল্প জমিতে কম সময়ে কীভাবে গুণমান বজায় রেখে উৎপাদন বাড়ানো সম্ভব, সে ব্যাপারে বিজ্ঞানীদের বিশেষ দৃষ্টি দেওয়ার কথাও জানিয়েছে মন্ত্রক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here