Home Miscellaneous “আম্ফান”-এ সুন্দরবন রক্ষায় কোমর বেঁধে মহিলারা

“আম্ফান”-এ সুন্দরবন রক্ষায় কোমর বেঁধে মহিলারা

9
0
Mangrove Tree
Mangrove Tree

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় মোকাবিলায় জঙ্গলে ম্যানগ্রোভ সৃজন মহিলাদের। সূত্রের খবর, এক দশক আগের আয়লা ও ৬ মাস আগের বুলবুলের ঘা এখনও রয়েছে। অন্যদিকে টানা দু-মাসের লকডাউন জেরে সুন্দরবনবাসী প্রবল আর্থিক দুর্ভোগে। এই পরিস্থিতিতে “আম্ফান”-এর ভয়াবহতা নিয়ে চরম উৎকণ্ঠায় সুন্দরবনের বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, প্রতিকূল পরিস্থিতির মধ্যেই ক্যানিং-১ ব্লকের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটির নদীবাঁধ রক্ষায় ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু করলেন স্থানীয় স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারা। মাতলা নদীর গা ঘেঁষে ম্যানগ্রোভের চারা গাছ লাগানোর কাজ হাতে নিয়েছে কয়েকটি স্ব-নির্ভর গোষ্ঠী। প্রতিটি গোষ্ঠীতে রয়েছেন ১০-১৫ জন মহিলা। ঘূর্ণিঝড় ঠেকানোর পাশাপাশি এই সামাজিক উদ্যোগে কর্মসংস্থানও হয়েছে তাঁদের। জানা গিয়েছে, ক্যানিং-১ ব্লক ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে ম্যানগ্রোভের চারা তৈরির রেকর্ড করেছে এই জেলা। উল্লেখ্য, সুন্দরবনের বিভিন্ন উপকূলবর্তী ব্লকগুলিতেও এখান থেকে চারা নিয়ে যাওয়া হয় নদীর চরে বসানোর জন্য। এক্ষেত্রে মূল লক্ষ্য ভাঙন রোখা। আবার এখানে শুরু করা হয়েছে পুরুষ শ্রমিকদের সাহায্যে দুর্বল নদীবাঁধগুলি মেরামত ও খাল খননের কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here