কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নেপাল সংসদের উচ্চকক্ষে প্রস্তাব পেশ। সূত্রের খবর, ভারতীয় ভূ-খণ্ডকে নিজেদের মানচিত্রে প্রবেশ করাতে নেপাল সংসদের নিম্নকক্ষে আগেই সংবিধান সংশোধন বিল পাশ হয়েছে। অন্যদিকে এবার তা নিয়ে বৈঠক করতে সংসদের উচ্চকক্ষ তথা ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রস্তাব এনেছে নেপাল। জানা গিয়েছে, সেখানে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সই হলেই আইনে পরিণত হবে ওই সংশোধনী। সূত্রের আরও খবর, উচ্চকক্ষে নেপালের শাসকদল নেপাল কমিউনিস্ট পার্টির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নেপালের নিম্নকক্ষ তথা হাউস অব রিপ্রেজেন্টেটিভে সংবিধান সংশোধনী বিলটি পাশ হয়েছে। জানা যায়, ২৭৫ আসন বিশিষ্ট নেপাল সংসদে এই বিলের পক্ষ থেকে ভোট পড়েছে ২৫৮টি।