পড়ুয়া মনে বিরূপ প্রভাব
স্কুলে পড়ুয়া-শিক্ষক,পাঠ্যক্রম,শ্রেণীকক্ষ ও সহপাঠীদের মধ্যে সামঞ্জস্য থাকাটা খুবই জরুরি। আর তা না থাকলে শিক্ষাঙ্গন সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারে না। এমনকী সেই স্কুলে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার বিষয়টিও সামনের দিকে চলতে পারে না। পড়ুয়াদের পাঠ্যাভাসেও তার প্রভাব পড়ে। পড়ুয়াদের পড়ার প্রতি অনীহা তৈরি হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে অনেক সরকারি স্কুলে এই ধরণের ব্যবস্থা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন,স্কুলের বিভিন্ন অব্যবস্থা দীর্ঘদিন চলতে থাকলে পড়ুয়াদের মনেও বিরূপ প্রভাব পড়ে।
স্কুলে এই অব্যবস্থার কারণে পড়াশুনার মানও অনেক নিম্নমুখী হয়ে যায়। সামাজিক অবক্ষয়ের শিকার হয়ে অনেক পড়ুয়ারা বিপথে চলে যায়। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়তে দেখা যায়। বর্তমান সমাজ এক জটিল পরিস্থিতির মধ্যে চলেছে। আধুনিক প্রযুক্তির কুপ্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। পড়ুয়ারা অসৎ সঙ্গে পড়ছে কিনা, সেদিকটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি। স্কুল বা শিক্ষার অঙ্গন যাতে অস্থির পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে নজর দিতে হবে। পড়ুয়াদের নিয়মিত সাইকোলজিক্যাল কাউন্সেলিং করানোর প্রয়োজনীয়তা রয়েছে।

