Home Miscellaneous হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্নাতকোত্তর ডাক্তারিতে ভর্তি

হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে স্নাতকোত্তর ডাক্তারিতে ভর্তি

21
0
Calcutta-High-Court
Calcutta-High-Court

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্নাতকোত্তর ডাক্তারি পাঠ্যক্রমে ভর্তির অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের। সূত্রের খবর, ডাক্তারির স্নাতকোত্তর পাঠ্যক্রমের ভর্তির প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষে অন্তর্বর্তী নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ। বিচারপতি জানিয়েছেন, রাজ্যের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী তা চালিয়ে যাওয়া যাবে। এরফলে এমবিবিএস উত্তীর্ণ ডাক্তাররা প্রায় ৬০০ স্নাতকোত্তর আসনে ভর্তি হতে পারবেন। তবে আদালত সূত্রে জানা গিয়েছে, সম্পর্কিত মামলাগুলোর চূড়ান্ত ফলাফলের ওপর নির্ভর করবে গোটা প্রক্রিয়ার ভবিষৎ।

উল্লেখ্য, এমবিবিএস পাশ করে রাজ্যের প্রত্যন্ত এলাকায় যাঁরা কাজ করতে যান, তাঁদের স্বার্থে রাজ্য সরকার পূর্বের ৪০ শতাংশ সংরক্ষণ বাতিল করে এবছর ২৬ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ দুটি নির্দেশিকা জারি করে। এই সমস্ত প্রার্থীদের ভর্তির সময় ১০% ওয়েটেজ দেওয়ার সিদ্ধান্ত নির্দেশিকাগুলিতে ঘোষণা করা হয়। এফ বৈধতা চ্যালেঞ্জ করে কয়েক দফা মামলার পর বিষয়টি সুপ্রিমকোর্টে গোড়ায়। এরপর দেশের শীর্ষ আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে বিষয়টি নিস্পত্তির ভার দিয়েছে ৫ বিচারপতির ডিভিশন বেঞ্চকে। তা এখনও বিচারাধীন। এই পরিস্থিতি ও প্রেক্ষাপটে আবারও বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সরকারি ডাক্তাররা।

এক্ষেত্রে একটি মামলায় বলা হয়, আবেদনকারীরা নিট-পিজি পরীক্ষায় উত্তীর্ণ। পরীক্ষা হয়ে যাওয়ার পর জারি হওয়া ওই দুই নির্দেশিকা কার্যকর করা হলে তাঁদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। ২৫ এপ্রিল প্রভিশনাল এলিজিবিলিটি তালিকা বেরোতে চলেছে। সেক্ষেত্রে তাঁরা পূর্বের সংরক্ষণ সুবিধা থেকে বঞ্চিত হবেন। এক অন্তর্বর্তী রায়ে আদালত প্রভিশনাল তালিকা প্রকাশের অনুমতি দিলেও পরবর্তী পদক্ষেপ করতে নিষেধ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here