সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশাতে পিজি ও ইউজি কোর্সে ভর্তি নিচ্ছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইংলিশ, হিন্দি, ওড়িয়া, সোশিওলজি সহ বিভিন্ন বিষয়ের আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ৫৬৩ জনকে ভর্তি নিচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা।
এম এ ওড়িশা: আসন সংখ্যা ৪৪টি। এম এ ইংলিশ: আসন সংখ্যা ৪৪টি। এম এ হিন্দি: আসন সংখ্যা ২৫টি। এম এ সংস্কৃত: আসন সংখ্যা ২৫টি। এমএসসি অ্যানথ্রোপোলজি: আসন ৪৪টি। এম এ সোশিওলজি: আসন ৪৪টি। এম এ ইকোনমিক্স: আসন ৪৪টি। এম এ জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন: আসন ৪৪টি। ব্যাচেলর অফ এডুকেশন: আসন ৬৩টি। ৫ বছরের ইন্টিগ্রেটেড এমএসসি ম্যাথমেটিক্স: আসন ২৯টি। এমএসসি কম্পিউটার সায়েন্স: আসন ৪৪টি। এমএসসি বায়ো ডাইভার্সিটি: আসন ৪৪টি। এমবিএ: আসন ৪৪টি। এমএসসি স্ট্যাটিস্টিক্স: আসন ২৫টি।
অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৭-২০২১ তারিখের হিসাবে ৩০ বছরের মধ্যে। প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে।
আবেদন করবেন অনলাইনে http://cuo.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ সেপ্টেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের ছবি, সই ও অন্যান্য নথিপত্র স্ক্যান করে রাখবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে পাবেন আইডি ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩০০) টাকা। ফি জমা দেবেন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

