Home Central Government কেন্দ্রীয় সরকারে ৮৫ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট, অফিসার

কেন্দ্রীয় সরকারে ৮৫ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট, অফিসার

3
0
engineers
engineers

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: চিফ ডিজাইন ইঞ্জিনিয়ার, ডেপুটি সুপারিন্ট্যান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে ৮৫ জনকে নিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে। নিয়োগ হবে গ্রুপ-এ ও গ্রুপ-বি পদে। প্রার্থীবাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। শুরুতে সরকারি নিয়ম অনুযায়ী প্রবেশন।

চিফ ডিজাইন ইঞ্জিনিয়ার (ভ্যাকান্সি নং- 20030501314): শূন্যপদ ১টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা অথবা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)-এর অ্যাসোসিয়েট মেম্বার হলে আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ১২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার ডিগ্রিধারীরা ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১৩ অনুযায়ী।

ডেপুটি সুপারিন্ট্যান্ড্যান্ট আর্কিওলজিক্যাল কেমিস্ট (ভ্যাকান্সি নং- 20030502214): শূন্যপদ ২টি। কেমিস্ট্রির ব্যাচেলর ডিগ্রিধারীরা অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টস/ অর্গানিক বা ইনঅর্গানিক মেটেরিয়ালস অ্যানালাইসিস মেথডের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা কেমিস্ট্রির মাস্টার ডিগ্রিধারীরা অ্যানালিটিক্যাল ইনস্ট্রুমেন্টস/ অর্গানিক বা ইনঅর্গানিক মেটেরিয়ালস অ্যানালাইসিস মেথডের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। হেরিটেজ কনজারভেশনে কেমিস্ট্রি অ্যাপ্লিকেশনের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিওরেন্স) (আর্মামেন্ট (ইনস্ট্রুমেন্টস)) (ভ্যাকান্সি নং- 20030503514): শূন্যপদ ২টি। ফিজিক্স/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স সহ ফিজিক্স বিষয় নিয়ে বিজ্ঞান শাখার মাস্টার ডিগ্রিধারীরা অথবা মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল-এর যে কোনও একটির বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৭ অনুযায়ী।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিওরেন্স) (স্মল আর্মস) (ভ্যাকান্সি নং- 20030504514): শূন্যপদ ৫টি। ফিজিক্সের মাস্টার ডিগ্রিধারীরা অথবা মেকানিক্যাল শাখার বি ই/ বি টেক ডিগ্রিধারীরা সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৭ অনুযায়ী।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিওরেন্স) (স্টোর (কেমিস্ট্রি)) (ভ্যাকান্সি নং- 20030505514): শূন্যপদ ৫টি। কেমিস্ট্রি (ইনঅর্গানিক)/ কেমিস্ট্রি (অর্গানিক)/ মাইক্রোবায়োলোজির মাস্টার ডিগ্রিধারীরা অথবা ফার্মাসিউটিক্যাল/ কেমিক্যাল/ পেট্রো কেমিক্যালের বি ই বা বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৭ অনুযায়ী।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিওরেন্স) (স্টোর (জেনটেক্স)) (ভ্যাকান্সি নং- 20030506514): শূন্যপদ ৩০টি। ফিজিক্স/ কেমিস্ট্রি (ইনঅর্গানিক)/ কেমিস্ট্রি (অর্গানিক) বিষয় নিয়ে বিজ্ঞান শাখার মাস্টার ডিগ্রিধারীরা অথবা মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ মেটালার্জি/ টেক্সটাইল অ্যান্ড ক্লোথিং/ টেক্সটাইল টেকনোলজি/ প্লাস্টিক টেকনোলজি/ পলিমার টেকনোলজি/ সেরামিক টেকনোলজির বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৭ অনুযায়ী।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাসিওরেন্স) (ভেহিকল) (ভ্যাকান্সি নং- 20030507514): শূন্যপদ ১২টি। মেকানিক্যাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৭ অনুযায়ী।

অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি অফিসার (ভ্যাকান্সি নং- 20030508114): শূন্যপদ ১টি। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রির ব্যাচেলর ডিগ্রিধারীরা সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রির মাস্টার ডিগ্রিধারীরা বন্যপ্রাণ সংরক্ষণের কাজে হাতে-কলমে অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ) (ভ্যাকান্সি নং- 20030509414): শূন্যপদ ১৩টি। হিন্দির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি একটি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকলে অথবা ইংরেজির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি একটি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকলে অথবা হিন্দি/ ইংরেজি ছাড়া অন্য যে কোনও বিষয়ের মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে হিন্দি বা হিন্দি মাধ্যমের ক্ষেত্রে ইংরেজি একটি মূল বা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকলে অথবা হিন্দি/ ইংরেজি ছাড়া অন্য যে কোনও বিষয়ের মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে হিন্দি মূল এবং ইংরেজি ঐচ্ছিক বা হিন্দি মাধ্যমের ক্ষেত্রে ইংরেজি মূল এবং হিন্দি ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী।

অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট অফিসার (ভ্যাকান্সি নং- 20030510414): শূন্যপদ ২টি। সোশ্যাল ওয়েলফেয়ার/ লেবার ওয়েলফেয়ার/ সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ ইকোনমিক্স/ স্ট্যাটিস্টিক্স/ সাইকোলজি/ কমার্স/ এডুকেশনের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। স্থানীয় (তামিল/ তেলুগু) ভাষার জ্ঞান থাকলে ভাল। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৬ অনুযায়ী।

ডেপুটি ডিরেক্টর (এক্সামিনেশন রিফর্ম) (ভ্যাকান্সি নং- 20030511414): শূন্যপদ ১টি। হিস্ট্রি/ সোশিওলজি/ ইকোনমিক্স/ পলিটিক্যাল সায়েন্স/ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ জিওগ্রাফি/ ল-এর যে কোনও একটির মাস্টার সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪৩ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১১ অনুযায়ী।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/ অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়র অফ ওয়ার্কস (সিভিল) (ভ্যাকান্সি নং- 20030512614): শূন্যপদ ৯টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা অথবা সমতুল অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং/ এএমআইই ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৭ অনুযায়ী।

ডেপুটি ডিরেক্টর (প্ল্যানিং/ স্ট্যাটিস্টিক্স) (ভ্যাকান্সি নং- 20030513414): শূন্যপদ ২টি। স্ট্যাটিস্টিক্স/ অপারেশনাল রিসার্চ/ ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স/ অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী অথবা ইকোনমিক/ ম্যাথমেটিক্স/ কমার্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন স্তরে স্ট্যাটিস্টিক্স/ কোয়ান্টিটেটিভ মেথড বা টেকনিক কিংবা কস্টিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স/ বেসিক স্ট্যাটিস্টিক্স/ বিজনেস স্ট্যাটিস্টিক্স/ ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স একটি বিষয়/ পেপার নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। ওপরে বলা বিষয়ের পিএইচডি ডিগ্রিধারী হলে ভাল। বয়স হতে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১১ অনুযায়ী।

সবক্ষেত্রেই বয়সের হিসেব করতে হবে ২-৪-২০২০ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে প্রার্থী সংখ্যা বেশি হলে প্রয়োজনে লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে। প্রার্থীবাছাই সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে।

আবেদন করবেন অনলাইনে http://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২ এপ্রিলের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের যাবতীয় প্রমাণপত্র ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২৫ টাকা। ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এছাড়া নগদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায় এই ফি জমা করতে পারেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে ফাইনাল সাবমিশনের পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিতে পারবেন ৩ এপ্রিল পর্যন্ত। এটির প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজনে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: ০৫/২০২০। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– https://www.upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MjI1AC7NF52YSQACOXMJIICP3U9CK1WLSHKZXLKNCVD6DAGXAAIIAQ

অনলাইন আবেদন/ বয়ান ডাউনলোড করুন:– https://www.upsconline.nic.in/ora/VacancyNoticePub.php

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here