কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাস আতঙ্কে এ পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পর্যটন বাণিজ্যের। দেশজুড়ে লকডাউন চলায় পর্যটকদের সংখ্যা এবার নগন্য। সংবাদ সংস্থা রয়টার্স পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, হোটেল বাণিজ্যে ক্ষতি হতে পারে ১.১০ লক্ষ কোটি টাকা। অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষতি হবে ৪ হাজার কোটি টাকা। পাশাপাশি অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটরদের ক্ষতি হতে পারে প্রায় ১৯ হাজার কোটি টাকা। এই সংকট মোকাবিলায় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ছোট ছোট ঋণের ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রক কেন্দ্রীয় সংসদীয় প্যানেলে একটি প্রেজেন্টেশন দিয়ে দাবি করেছে, করোনার জেরে পর্যটন বাণিজ্যে ক্ষতি হতে পারে প্রায় ৫ লক্ষ কোটি টাকা এবং কাজ হারাতে পারেন প্রায় ৫ কোটি মানুষ।