কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্কুল ও কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত জানাবে কেন্দ্র। তবে ১৪ এপ্রিল পর্যালোচনা করে তা জানানো হবে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল একথা জানান। কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছেন, ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তাকেই সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। ১৪ এপ্রিলের পরেও যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়, তবে পড়ুয়াদের যাতে পড়াশুনোর ক্ষতি না হয় সেই বিষয়েও মন্ত্রক খতিয়ে দেখছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপরেই নজর রাখছে গোটা দেশের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।