Home Central Government মিকন লিমিটেডে ৪৩ ম্যানেজার, স্পেশ্যালিস্ট

মিকন লিমিটেডে ৪৩ ম্যানেজার, স্পেশ্যালিস্ট

33
0
mecon-limited
mecon-limited

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, স্পেশ্যালিস্ট পদে ৪৩ জনকে নিচ্ছে মিকন লিমিটেডে।
(পোস্ট কোড-০১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কস্ট এস্টিমেশন): শূন্যপদ ২টি। অন্তত ৬৫ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা এমবিএ/ ফিন্যান্সে স্পেশ্যালাইজেশন সহ ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৩০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-০২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেট রিসার্চ): শূন্যপদ ২টি। এমবিএ/ মার্কেটিংয়ে স্পেশ্যালাইজেশন সহ ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৩০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-০৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইন্সট্রুমেন্টেশন): শূন্যপদ ১টি। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৩০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-০৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাজভাষা): শূন্যপদ ১টি। হিন্দির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংরিজি অথবা ইংরিজির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি পড়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। হিন্দি থেকে ইংরিজি এবং ইংরিজি থেকে হিন্দিতে ট্রান্সলেশনের কাজে অভিজ্ঞতা থাকা আবশ্যিক। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-০৫) ডেপুটি ম্যানেজার (জিওলজি): শূন্যপদ ১টি। জিওলজির এমএসসি টেকনোলজি/ এম টেক ডিগ্রিধারীরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-০৬) ডেপুটি ম্যানেজার (মাইনিং): শূন্যপদ ২টি। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-০৭) ডেপুটি ম্যানেজার (মিনারেল): শূন্যপদ ১টি। মিনারেল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-০৮) ডেপুটি ম্যানেজার (কন্ট্রাক্টস): শূন্যপদ ২টি। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-০৯) ডেপুটি ম্যানেজার (ইনস্ট্রুমেন্টেশন): শূন্যপদ ২টি। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-১০) ডেপুটি ম্যানেজার (আইটি সার্ভিসেস): শূন্যপদ ১টি। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-১১) ডেপুটি ম্যানেজার (লিগ্যাল): শূন্যপদ ১টি। আইনের (বিএল/ এলএলবি) অথবা ৫ বছরের ইন্টিগ্রেটেড ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-১২) ডেপুটি ম্যানেজার (ফিনান্স): শূন্যপদ ২টি। চার্টার্ড একাউন্টেন্ট/ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-১৩) মেডিক্যাল অফিসার (রেডিওলোজি): শূন্যপদ ১টি। এমবিবিএস ডিগ্রিধারীরা রেডিও ডায়গনসিসের এমডি ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-১৪) ডেপুটি ম্যানেজার (রাজভাষা): শূন্যপদ ১টি। হিন্দির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে ইংরিজি অথবা ইংরিজির মাস্টার ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে হিন্দি পড়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। হিন্দি থেকে ইংরিজি এবং ইংরিজি থেকে হিন্দিতে ট্রান্সলেশনের কাজে অভিজ্ঞতা থাকা আবশ্যিক। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-১৫) ডেপুটি ম্যানেজার (সিসি): শূন্যপদ ১টি। জার্নালিজম এন্ড কমিউনিকেশন/ জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন/ কমিউনিকেশন/ জার্নালিজম/ ম্যাস কমিউনিকেশন/ ব্রডকাস্ট জার্নালিজম/ মিডিয়া কমিউনিকেশন/ পাবলিক রিলেশন্সের ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
(পোস্ট কোড-১৬) ম্যানেজার (মার্কেটিং): শূন্যপদ ১টি। অন্তত ৬৫ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা এমবিএ/ ফিন্যান্সে স্পেশ্যালাইজেশন সহ ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ৯ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৩৬ বছরের মধ্যে।
(পোস্ট কোড-১৭) ম্যানেজার (মেকানিক্যাল): শূন্যপদ ১টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৯ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।
(পোস্ট কোড-১৮) ম্যানেজার (মেকানিক্যাল): শূন্যপদ ১টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৯ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।
(পোস্ট কোড-১৯) ম্যানেজার (সিভিল): শূন্যপদ ১টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা ৯ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।
(পোস্ট কোড-২০) ম্যানেজার (কন্ট্রাক্টস): শূন্যপদ ২টি। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা ৯ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।
(পোস্ট কোড-২১) ম্যানেজার (লিগ্যাল): শূন্যপদ ১টি। আইনের (বিএল/ এলএলবি) অথবা ৫ বছরের ইন্টিগ্রেটেড ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৯ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।
(পোস্ট কোড-২২) সিনিয়র ম্যানেজার (মাইনিং): শূন্যপদ ১টি। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-২৩) সিনিয়র ম্যানেজার (সিভিল/ মেকানিক্যাল): শূন্যপদ ২টি। সিভিল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা ১৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-২৪) সিনিয়র ম্যানেজার (মার্কেটিং): শূন্যপদ ১টি। অন্তত ৬৫ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা এমবিএ/ ফিন্যান্সে স্পেশ্যালাইজেশন সহ ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ১৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ৪০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-২৫) সিনিয়র ম্যানেজার (কন্ট্রাক্টস): শূন্যপদ ১টি। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা ১৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-২৬) সিনিয়র ম্যানেজার (পার্সোনেল): শূন্যপদ ১টি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ পার্সোনেল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ লেবার ম্যানেজমেন্ট/ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট/ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট/ লেবার ওয়েলফেয়ারে স্পেশ্যালিজেশন সহ ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারীরা অথবা এমএ ডিগ্রিধারীরা অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ সোশ্যাল ওয়ার্কের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-২৭) স্পেশ্যালিস্ট (মেডিসিন): শূন্যপদ ১টি। এমবিবিএস ডিগ্রিধারীরা জেনারেল মেডিসিনের এমডি ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
(পোস্ট কোড-২৮) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মাইনিং): শূন্যপদ ১টি। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা সঙ্গে ১৭ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৪ বছরের মধ্যে।
(পোস্ট কোড-২৯) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সিভিল/ মেকানিক্যাল): শূন্যপদ ২টি। সিভিল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা ১৭ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৪ বছরের মধ্যে।
(পোস্ট কোড-৩০) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (কন্ট্রাক্টস): শূন্যপদ ১টি। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা ১৭ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৪ বছরের মধ্যে।
(পোস্ট কোড-৩১) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (পার্সোনেল): শূন্যপদ ১টি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ পার্সোনেল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ লেবার ম্যানেজমেন্ট/ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট/ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট/ লেবার ওয়েলফেয়ারে স্পেশ্যালিজেশন সহ ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারীরা অথবা এমএ ডিগ্রিধারীরা অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ সোশ্যাল ওয়ার্কের মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১৭ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪৪ বছরের মধ্যে।
(পোস্ট কোড-৩২) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ফিনান্স): শূন্যপদ ১টি। চার্টার্ড একাউন্টেন্ট/ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১৭ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪৪ বছরের মধ্যে।
সবক্ষেত্রেই বয়স গুণতে হবে ২০-২-২০২০ তারিখের হিসেবে। মূল মাইনে গ্রেড-১ পদগুলির ক্ষেত্রে ২০,৬০০ – ৪৬,৫০০ টাকা, গ্রেড-২ পদগুলির ক্ষেত্রে ২৪,৯০০ – ৫০,৫০০ টাকা, গ্রেড-৩ পদগুলির ক্ষেত্রে ৩২,৯০০ – ৫৮,০০০ টাকা, গ্রেড-৪ পদগুলির ক্ষেত্রে ৩৬,৬০০ – ৬২,০০০ টাকা,গ্রেড-৫ পদগুলির ক্ষেত্রে ৪৩,২০০ – ৬৬,০০০ টাকা এবং গ্রেড-৬ পদগুলির ক্ষেত্রে ৫১,৩০০ – ৭৩,০০০টাকা।
আবেদন করবেন অনলাইন www.meconlimited.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ মার্চের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার সাবমিট করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 11.73.4.3/2020/Reg/01. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here