কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে ৩৭ অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স এস্টেট অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও মেডিক্যাল অফিসার পদে ৩৭ জনকে নিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে। নিয়োগ হবে গ্রুপ-এ ও গ্রুপ-বি নন-মিনিস্টেরিয়াল পদে। শুরুতে নিয়ম অনুযায়ী প্রবেশন।
অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স এস্টেট অফিসার (ভ্যাকান্সি নং: 21101502623): শূন্যপদ ৬টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। নিয়োগ হবে প্রতিরক্ষা মন্ত্রকে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-৭ অনুযায়ী।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ভ্যাকান্সি নং: 21101511623): শূন্যপদ ২৯টি। কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার ডিগ্রিধারীরা অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার টেকনোলজি/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। নিয়োগ হবে স্বরাষ্ট্র মন্ত্রকে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী।
মেডিক্যাল অফিসার (ইউনানি) (ভ্যাকান্সি নং: 21101514123): শূন্যপদ ৫টি। ইন্ডিয়ান মেডিক্যাল সেন্ট্রাল কাউন্সিল স্বীকৃত ইউনানির ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে। বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে। মূল মাইনে লেভেল-১০ অনুযায়ী।
প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের সময় নথিপত্র যাচাইয়ের জন্য যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।
আবেদন করবেন অনলাইনে https://www.upsconline.nic.in/ওয়েবসাইটের মাধ্যমে, ১১ নভেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২৫ টাকা। অনলাইনে ফি জমা দেবেন এসবিআই নেট ব্যাঙ্কিং/ ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যেম অথবা অফলাইনে এসবিআই পেমেন্ট চালানের মাধ্যমে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। সবশেষে দরখাস্তের প্রিন্ট নিতে পারবেন ১২ নভেম্বর পর্যন্ত। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 15/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

