Ordnance Factory Dehu RoadCentral Government Government Jobs 

দেহু রোড অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ২০১ ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পার্সোনেল পদে ২০১ জনকে নিচ্ছে দেহু রোড অর্ডন্যান্স ফ্যাক্টরিতে। মেয়াদ ভিত্তিক নিয়োগ হবে অ্যাটেন্ড্যান্ট অপারেটর – কেমিক্যাল প্ল্যান্ট (এওসিপি) ট্রেডে। প্রথমে ১ বছরের জন্য নিয়োগ হবে। তবে কোম্পানির প্রয়োজন এবং প্রার্থীর সন্তোষজনক কাজের ভিত্তিতে মেয়াদ আরও ৩ বছর বাড়তে পারে। আবেদন করতে হবে অফলাইনে।

ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার (DBW) পার্সোনেল: মোট শূন্যপদ ২০১টি। অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড এবং মিউনিশন্স ইন্ডিয়া লিমিটেডের অধীন অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে এওসিপি ট্রেডের প্রাক্তন শিক্ষানবিশ ও স্বীকৃত এনএসি/ এনটিসি সার্টিফিকেটধারী হতে হবে।

৩০-০৬-২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। দিনে ৮ ঘণ্টা কাজের জন্য প্রাসঙ্গিক পে স্কেলের বেসিক ও কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বেতনের ১/ ৩০ অংশ হারে পারিশ্রমিক পাবেন। সঙ্গে শহরের শ্রেণীবিভাগ অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, ইনক্রিমেন্ট ইত্যাদি এবং ইপিএফ ও ইএসআইসি।

প্রার্থিবাছাই হবে এনসিটিভিটি –র নম্বর এবং ১০০ নম্বরের ট্রেড টেস্ট/ প্র্যাক্টিক্যাল টেস্টের নম্বরের ভিত্তিতে। এই দুই নম্বরের ভিত্তিতে মেধাতালিকা। এভাবে বাছাই প্রার্থীদের মেধা অনুয়ায়ী যাবতীয় প্রমাণপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে।

আবেদনের ফি নেই। নির্ধারিত বয়ান পূরণ করে আবেদন। বয়ান পাবেন https://munitionsindia.in ওয়েবসাইটে। আবেদনপত্রের সঙ্গে দিতে যাবতীয় প্রমাণপত্র ও (ছবির পিছনে সই করা) অতিরিক্ত ২ কপি স্ব-প্রত্যয়িত ছবি। খামের ওপর লিখবেন “APPLICATION FOR ‘TENURE BASED DBW’ PERSONNEL ON CONTRACT BASIS”. পাঠাবেন ডাকে। এই ঠিকানায়: The Chief General Manager, Ordnance Factory Dehu Road, Pune- 412101 . পৌঁছনো চাই ৩০ জুনের মধ্যে। বিজ্ঞপ্তি নং OFDR/ 01/AOCP/Tenure/DBW/2024. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

Related posts

Leave a Comment