এলআইসি হাউজিং ফাইনান্সে ২০০ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জনকে নিচ্ছে এলআইসি হাউজিং ফাইনান্স লিমিটেডে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের নিয়োগ হবে রাজ্যভিত্তিক শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে। চূড়ান্ত বাছাইয়ের সময় প্রকৃত শূন্যপদ এবং সাক্ষাৎরের পরে সফল প্রার্থীদের সংখ্যার উপর নির্ভর করে মোট শূন্যপদের সংখ্যা বাড়তে বা কমতে পারে। কাজে যোগদানের দিন থেকে প্রথমে ৬ মাস প্রবেশন।
পশ্চিমবঙ্গে শূন্যপদ ৫টি, অসমে শূন্যপদ ৫টি। বাকি ১৯০টি শূন্যপদ রয়েছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পুদুচেরি, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে।
অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা যে কোনও শাখার গ্র্যাজুয়েট বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। তবে চিঠিপত্র/ দূরশিক্ষার/ আংশিক সময়ের কোর্স পাশরা আবেদনের যোগ্য নন। সঙ্গে কম্পিউটার সিস্টেম অপারেটিংয়ের এবং কম্পিউটারে কাজের জ্ঞান ও স্কিল অবশ্যই থাকা চাই। ১-৭-২০২৪ তারিখের হিসেবে বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে। কাজেই জন্ম ২ জুলাই ১৯৯৬ থেকে ১ জুলাই ২০০৩ তারিখের মধ্যে।
প্রার্থিবাছাই হবে ২০০ নম্বরের অনলাইন পরীক্ষা (প্রতিটিতে ৪০টি করে ৫টি বিষয়ে ২০০টি প্রশ্ন হবে ইংরিজিতে) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। সময় পাবেন ২ ঘণ্টা (১২০ মিনিট)। নেগেটিভ মার্কিংয়ের জন্য প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.২৫ নম্বর।
শূন্যপদ ও অনলাইন পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রস্তুত মেধাতালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউ হবে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে, মেরিট রাঙ্কিং অনুযায়ী। পরীক্ষা কেন্দ্র, কেন্দ্রের ঠিকানা, তারিখ এবং সময় পাবেন কললেটারে, ডাউনলোড করবেন সাইট থেকে। কললেটারের একটি পাসপোর্ট ছবি সেঁটে সঙ্গে নেবেন। আর সচিত্র পরিচয়পত্র ও তার জেরক্স। অনলাইন পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের- কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমা, ত্রিপুরার- আগরতলায়।
সকলকেই অনলাইনে ১৪ আগস্টের মধ্যে ৮০০ টাকা আবেদনের ফি দিতে হবে। সঙ্গে জিএসটি।
আবেদন করবেন অনলাইনে www.lichousing.com ওয়েবসাইটের “কেরিয়ার্স” এবং “Job Opportunities” –এ গিয়ে, ১৪ আগস্টের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। পদ্ধতি পাবেন সাইটে/ পিডিএফে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

