হিন্দুস্তান অ্যারোনটিক্সে ১৬৬ নন-এক্সিকিউটিভ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডিপ্লোমা টেকনিশিয়ান (মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল, মেটালার্জি) এবং টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল, ফিটার, শিট মেটাল, ফাউন্ড্রিম্যান, ওয়েল্ডার, মেশিনিস্ট, ইলেক্ট্রোপ্লেটার) পদে ১৬৬ জনকে নিচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে। ৪ বছর মেয়াদের ভিত্তিতে নন-এক্সিকিউটিভ ক্যাডারে নিয়োগ হবে বিভিন্ন বিভাগে। ডিপ্লোমা টেকনিশিয়ানদের নিয়োগ হবে D6 স্কেলে এবং টেকনিশিয়ানদের নিয়োগ হবে C5 স্কেলে। কাজের প্রথম দিন থেকে ৪ বছরের জন্য মেয়াদ ভিত্তিক নিয়োগ হবে, অস্থায়ী পদে। প্রয়োজনে মেয়াদ আরও ৪ বছর অবধি বাড়তে পারে। তবে ভবিষ্যতে নিয়মিত/ স্থায়ী চাকরির অধিকার থাকবে না। বিভিন্ন ডিভিশনে কাজে যোগদান করার পর ইন্ডাকশন ট্রেনিং হবে। প্রয়োজন অনুযায়ী বদলি/ নিয়োগ হতে পারে দেশের বিভিন্ন অংশে।
ডিপ্লোমা টেকনিশিয়ানের মোট শূন্যপদ ৪৩টি। টেকনিশিয়ানের শূন্যপদ ১২৩টি। নিয়োগ হবে এয়ারক্রাফট ডিভিশন, ওভারহল ডিভিশন, ইঞ্জিন ডিভিশন, এয়ারপোর্ট সার্ভিস সেন্টার ডিভিশন, ফাউন্ড্রি অ্যান্ড ফর্জ ডিভিশন, এ্যারোস্পেস ডিভিশন, এলসিএ তেজশ ডিভিশনে।
ডিপ্লোমা টেকনিশিয়ানদের নির্ধারিত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী এবং টেকনিশিয়ানদের অন্তত দশম শ্রেণি পাশ এবং নির্ধারিত ট্রেডের এনটিসি/ নির্দিষ্ট সময়ের এনএসি সার্টিফিকেটধারী হতে হবে। প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন। এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
ওপরে বলা পদগুলিতে আবেদনের ক্ষেত্রে কোয়ালিফাইং পরীক্ষায় অসং/ ওবিসি-এনসিএল/ ইডব্লুএস প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ এবং তফশিলি/ প্রতিবন্ধী প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ৩১-০৭-২০২৪ তারিখের হিসেবে বয়স ২৮ বছরের মধ্যে।
স্কেল-৫ পদের প্রার্থীদের বেসিক পে মাসে ২২,০০০ টাকা। সব মিলিয়ে মোট ৪৪,৭৯৬ টাকা। স্কেল-৬ পদের প্রার্থীদের বেসিক পে মাসে ২৩,০০০ টাকা। সব মিলিয়ে মোট ৪৬,৭৬৪ টাকা।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ব্যাঙ্গালোরে। এ সংক্রান্ত সব যোগাযোগ করা এবং অ্যাডমিট কার্ড পাঠানো হবে। ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন।
আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। সঙ্গে ১৮% জিএসটি। কোনও বিষয়ে বুঝে নেওয়ার থাকলে মেল করতে পারেন recruitment.lca2024@gmail.com আইডি –তে। আবেদন করবেন অনলাইনে www.hal-india.co.in ওয়েবসাইটের ‘কেরিয়ার’ সেকশনে গিয়ে, ২৮ আগস্টের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। এরজন্য HAL LAC তেজশ ডিভিশনের পাঠানো রেফারেন্স নম্বরটির প্রয়োজন হবে। বিজ্ঞপ্তি নং LCA/HR/TM/TBT- 2024/1273/2024 dated 14/08/2024. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

