এসএসসি (টেক)-৫৫ মেন (শূন্যপদ ১৭৫), এসএসসিডব্লু (টেক)-২৬ (শূন্যপদ ১৪) এবং এসএসসি (ডব্লু) টেক (শূন্যপদ ১টি) আর এসএসসি (ডব্লু) (নন টেক) (নন ইউপিএসসি) (শূন্যপদ ১টি) কোর্সে মোট ১৯১ জনকে নিচ্ছে ভারতীয় সেনায়।
এসএসসি (টেক)-৫৫ মেন এবং এসএসসিডব্লু (টেক)-২৬ কোর্সের ক্ষেত্রে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের তরুণ-তরুণীদের অবিবাহিত এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রীরাও শর্তশাপেক্ষে আবেদন করতে পারেন। এসএসসি (ডব্লু) টেক -এর ক্ষেত্রে বিধবাদের যে কোনও টেকনিক্যাল স্ট্রিমের বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। আর এসএসসি (ডব্লু) (নন টেক) (নন ইউপিএসসি)-এর ক্ষেত্রে যে কোনও শাখার গ্র্যাজুয়েট হতে হবে।
বাছাই প্রার্থীদের প্রথমে নিয়োগ হবে লেফটেন্যান্ট পদে।তখন মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে নির্ধিষ্ট মিলিটারি সার্ভিস পে ১৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা।পদোন্নতির সুযোগ আছে।
৪৯ সপ্তাহের ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৫৬,১০০ টাকা।
প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ জানুয়ারির মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।
Home Trending News বিভিন্ন টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কোর্সে মোট ১৯১ জন তরুণ-তরুণী ও প্রতিরক্ষা কর্মীর...