tirupatiMiscellaneous 

লকডাউনে বিপুল ক্ষতির মুখে তিরুপতি মন্দির

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পরিস্থিতিতে তিরুপতি মন্দিরের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৪০০ টাকা। তিরুপতি দেবস্থানম (পিটিডি) বোর্ড সূত্রে জানানো হয়েছে, বিপুল আর্থিক ক্ষতি সত্বেও কর্মীদের বেতন কাটা হবে না। আগামী ২ থেকে ৩ মাস মন্দিরের প্রায় ২৩ হাজার কর্মচারীকে পুরো বেতন দেওয়ার কথাও জানানো হয়। ট্রাস্টি বোর্ডের সভাপতি সুব্বা রেড্ডি জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করার পর প্রতিমাসে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। ব্যাপক আর্থিক ঘাটতি সত্বেও মন্দিরের স্থায়ী ও অস্থায়ী কর্মীদের পুরো বেতন ও পেনশন দিতে বদ্ধপরিকর বোর্ড। তিরুপতি দেবস্থানম (পিটিডি) বোর্ড সূত্রে আরও জানা যায়, মন্দিরে ৮ হাজার স্থায়ী ও ১৫ হাজার অস্থায়ী কর্মী রয়েছেন।

করোনা পরিস্থিতির জেরে ভক্তরা না আসায় কার্যত দানবাক্স ফাঁকা থাকায় ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে এই মন্দিরের। সঙ্কটকালীন পরিস্থিতিতে বিভিন্ন ব্যাঙ্কে মন্দিরের নাম গচ্ছিত ১২ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিটের উপর ভরসা করতে হচ্ছে বোর্ডকে। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে মন্দিরের বাজেট ধরা হয়েছে ৩,৩১০ কোটি টাকা। যারমধ্যে ভক্তদের অনুদান থেকে আসবে ১,৩৩১ কোটি টাকা ধরা হয়। তিরুপতি মন্দিরে প্রতিবছর প্রায় আড়াই কোটি ভক্ত সমাগম হয়। এবার পরিস্থিতি ভিন্ন।

Related posts

Leave a Comment