Home Miscellaneous বৈশাখের দহনজ্বালা নেই, তাপমাত্রা রয়েছে নিয়ন্ত্রণেই

বৈশাখের দহনজ্বালা নেই, তাপমাত্রা রয়েছে নিয়ন্ত্রণেই

35
0
cyclone andaman
cyclone andaman

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের ওপর প্রায়শই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে। আবার বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে প্রচুর জলীয়বাস্প। যার জেরে মেঘ জন্মাচ্ছে। বৈশাখের দহনজ্বালা নেই। তাপমাত্রা রয়েছে নিয়ন্ত্রণেই। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝড়-বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস দেওয়া হয়েছে, ব্যাপক দহনজ্বালা থাকবে না রাজ্যে।

অন্যদিকে, দেশের অন্য কোনও স্থানেও গ্রীষ্মের প্রভাব সেভাবে ভোগাবে না। বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও বলা হয়েছে, আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। তবে তা শক্তিবৃদ্ধি করলেও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নিয়ে নিশ্চিত হতে পারেনি দিল্লির মৌসম ভবন।

এক্ষেত্রে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, গভীর নিম্নচাপের চেহারা নিয়ে আন্দামান সাগরে মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওই নিম্নচাপের। সেক্ষেত্রে এরাজ্যে প্রভাব না পড়ার সম্ভাবনাই বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here