কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার সঙ্কটময় পরিস্থিতিতে দেশের অর্থনীতি বিপর্যস্ত। লগ্নিকে সহজ করতে নয়া শিল্পনীতি আনার সিদ্ধান্ত গ্রহণ করছে কেন্দ্র। রীতিমতো মরিয়া হয়ে দেশের অর্থনীতির চাকা ঘোরাতে শিল্প ও লগ্নিকে আরও সহজ করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। শিল্প আইনের কিছু বদল ঘটিয়ে নতুন শিল্পনীতি নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তরে উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে, উদ্যোগ নিতে হবে যথাসম্ভব শিল্পনীতিকে সহজ ও সরল করতে। আবার বিদেশী ও দেশীয় শিল্প স্থাপনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে একটি প্রকল্প গঠন করা, যাতে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে সহজে শিল্প স্থাপন ও লগ্নির অনুমোদন পেয়ে যেতে পারে যে কোনও শিল্পসংস্থা।
সূত্রের আরও খবর, ওই বৈঠকে শিল্পমহলকে বার্তা দেওয়া হয়েছে, সরকার যে কোনওরকম সহায়তা করতে প্রস্তুত। পাশাপাশি শিল্পবান্ধব পরিবৃত্ত ও পরিবেশ নির্মাণ করার কথা নতুন শিল্পনীতি ও প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে।