Home Miscellaneous সমীক্ষায় আরও কিছুটা কমলো রাজ্যে শিশু মৃত্যুর হার

সমীক্ষায় আরও কিছুটা কমলো রাজ্যে শিশু মৃত্যুর হার

42
0
maternity ward
maternity ward

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শিশুমৃত্যুর হার কমে স্বস্তি বাংলায়। কেন্দ্রীয় স্বাস্থ্য সমীক্ষার একটি রিপোর্টে এই স্বস্তির ছবি ফুটে উঠল। স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম (এসআরএস) বুলেটিনে দেখা যাচ্ছে, ১ বছরের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে বার্ষিক মৃত্যুহার ২৪ থেকে কমে ২২ হয়েছে রাজ্যে।

বিশেষজ্ঞরা এক্ষেত্রে জানিয়েছেন, প্রতি হাজারে ২টি শিশুর মৃত্যু কম হওয়ার তাৎপর্য সুদূরপ্রসারী। আবার স্বাস্থ্য সূচকের নিরিখে এই পরিসংখ্যান রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি প্রসূতির স্বাস্থ্য ও মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রেও সার্বিক উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, সারা দেশে শিশু মৃত্যুর হার এখনও ৩২। স্বাস্থ্যভবন সূত্রে জানানো হয়েছে, প্রকাশিত এসআরএস বুলেটিনে ২০১৮-১৯ অর্থবর্ষের ছবি উঠে এসেছে।

২০১৯-২০ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে আরও কিছুটা কমেছে শিশু মৃত্যুর হার। বিগত ১ বছর ধরে শিশু মৃত্যুর হার কমছে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে আরও বলা হয়, ২০১১ সালে পশ্চিমবঙ্গে শিশু মৃত্যুর হার ছিল ৩২। পরবর্তী ৫ বছরে তা কমে দাঁড়িয়েছে ২৭। গত ৩ বছরে আরও ৫ ধাপ কমলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here