আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিসার ক্ষেত্রে ডেক্সামেথাসন ওষুধে ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলকে সাফল্য হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা। ওই সংস্থার ডিরেক্টর জেনারেল পেদ্রোস আধানম ঘেব্রেইয়েসুস জানিয়েছেন, করোনায় গুরুতর রোগী ডেক্সামেথাসনে সেরে উঠছেন। এক্ষেত্রে তাঁর বক্তব্য, করোনা আক্রান্ত হয় অক্সিজেন ও লাইফ সাপোর্টের প্রয়োজন হওয়া রোগীর মৃত্যুহার হ্রাস করার এটিই প্রথম চিকিৎসা।