আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লাদাখে ভারত-চিন সেনা সংঘর্ষ নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ভারতের সীমান্তবর্তী গ্রামগুলিতে চরম সতর্কতা জারি করা হয়েছে। আবার তিব্বতের পাহাড়ে চিনা মহড়ায় উদ্বেগও বেড়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর এই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সূত্রের আরও খবর, আগামী ১৯ জুন বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন দলের সভাপতিদের লাদাখে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ করা যায়, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা ফৌজদের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ বাধে। এই ঘটনায় ২০ জন সেনার মৃত্যু হয়।