কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অরণ্যভবনে শীর্ষ বনাধিকারীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ফের সবুজের লক্ষ্যে কুইক রেসপন্স টিম চায় বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের সেন্ট্রাল পার্ক, বনবিতান সহ রাজ্যের প্রায় ৪০টি উদ্যান আম্ফান তাণ্ডবে ক্ষতিগ্রস্ত। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে উদ্যানগুলিকে আবারও পুরোনো চেহারায় ফিরিয়ে দিতে হবে।
পাশাপাশি বনসৃজন নিশ্চিত করতে রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, জরুরিভিত্তিতে সুন্দরবনেও কাজ চলবে বলে বনদপ্তর সূত্রে জানা যায়। ওই দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, ব্যাঘ্রপ্রকল্প লাগোয়া বাঁধ ও নাইলন ফেন্সিং সারানোর কাজ শেষ করে সেখানকার জেটি, টাওয়ার, ক্যাম্প ও বিড অফিস মেরামতির কাজে হাত দেওয়া হবে।
এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আম্ফানের মতো বিরাট মাপের বিপর্যয়ের পর কলকাতার হাল ফেরাতে বনদপ্তরকেও হাত লাগাতে হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, বিভিন্ন কাজে বিশেষজ্ঞ কর্মীদের একটা দল সারাবছর থাকা দরকার, যাঁরা গাছ কাটা থেকে চোরাচালান, সব নিয়েই ঝাঁপিয়ে পড়তে পারবে। এরজন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। সব নিয়েই পরিকল্পনা চলছে।