কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গাড়ি শিল্প ছন্দে ফিরছে ধীর গতিতে। জানা গিয়েছে, শিল্প-বাণিজ্যিক সংস্থাগুলিকে লকডাউন নিয়মে কিছু ছাড় দেওয়ায় গাড়ি তৈরি সংস্থাগুলি প্রস্তুতি শুরু করেছে। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে শো-রুমগুলি আবার খোলার পর মোট ১০ হাজার মোটর সাইকেল ও স্কুটার বিক্রি করেছে হিরো মোটো কর্প। গত ২২ মার্চ থেকে লকডাউন পরিস্থিতিতে বন্ধ রাখার পর ৪ মে থেকে ওই সংস্থা ভারতে তাদের কারখানাগুলিতে উৎপাদন শুরু করেছে।
এক্ষেত্রে আরও জানা যায়, হরিয়ানার ধারুহেরা ও গুরুগ্রাম, উত্তরাখন্ডের হরিদ্বার কারখানা থেকে মোটরসাইকেল ও স্কুটার ডিলার সংস্থাগুলিকে পাঠানো শুরু করেছে। আবার হুন্ডাই মোটর ইন্ডিয়াও চেন্নাইয়ের কাছে শ্রী পেরাম্বুদুর কারখানায় গাড়ি তৈরি শুরু করেছে। প্রথমদিন ২০০টি গাড়ি তৈরি করেছে ওই সংস্থা। অন্যদিকে, মারুতি হরিয়ানা তাদের মানেসর কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে। তবে লকডাউন পরিস্থিতিতে বেশিভাগ গাড়ি সংস্থা অনলাইন বিক্রির দিকেই ঝুঁকেছে।