Tag: ganggasagar
সাধু-পুণ্যার্থীরা সাগরমুখী
মা-ঠাকুমাদের মুখে আগে শোনা যেত "সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার।" প্রাচীন আমল থেকেই পশ্চিমবঙ্গের এই তীর্থক্ষেত্রের অতীত গৌরব রয়েছে। এই মুহূর্তে গঙ্গাসাগরে পারদ নিম্নমুখী। শীতের পরশ মেখে সাধু থেকে পুণ্যার্থীরা সাগরমুখী। যাত্রীনিবাসগুলিতে ক্রমশ ভিড় বাড়ছে।
গঙ্গাসাগর মেলায় বৃষ্টির ইঙ্গিত
পুণ্যার্থী সমাগম গঙ্গাসাগরে। অন্যদিকে দুর্যোগের আশঙ্কা। একদিকে বৃষ্টি, অন্যদিকে হাইকোর্টের নিয়ম মেনে মেলা করা। সব মিলিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। মেলা প্রাঙ্গনে মাইকের আওয়াজ বন্ধ। পুণ্যার্থী সমাগম হলেও বৃষ্টির ইঙ্গিত।
গঙ্গাসাগর মেলায় পরিবেশ বাঁচাতে পদক্ষেপ
পুণ্যার্থীদের চটের ব্যাগ। করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ ছাড়াও পরিবেশ বাঁচিয়ে গঙ্গাসাগর মেলা করতে পদক্ষেপ নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।