নিউটাউনে পার্কে সৌর বিদ্যুৎ উৎপাদন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বসার ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ উৎপাদন। নিউটাউনে এমন একটি সিস্টেম চালু হচ্ছে। নিউটাউন মেলার মাঠের বাইরে বেশ কয়েকটি বসার বেঞ্চও রয়েছে। স্থানীয় সূত্রে খবর, পথচারী থেকে শুরু করে স্থানীয়রা বিশ্রামের জন্য বা গল্প করার জন্য সেখানে বসে থাকতে পারেন। এক্ষেত্রে আরও জানা যায়, তিনটি বেঞ্চের মাথায় সৌর প্যানেল বসানো হয়েছে। একই স্থানের বহুমুখী ব্যবহারের মাধ্যমে সৌর শক্তি উৎপাদন করা সম্ভব হচ্ছে। নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অর্থরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক ভাবে এই কাজ করা হচ্ছে। পরীক্ষাটি সফল হলে এই প্রকল্পটি প্রসারিত হবে।

