Home Miscellaneous রাজ্যসভার ১৯ আসনে ভোটের ফল

রাজ্যসভার ১৯ আসনে ভোটের ফল

25
0
Rajya sabha
Rajya sabha

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বিভিন্ন রাজ্যে মোট ১৯ টি আসনের রাজ্যসভার ভোট অনুষ্ঠিত হয়।কেন্দ্রের ক্ষমতাশীল দল বিজেপি ৮টি আসনে জয়লাভ করে।বাকি আসন গুলি পেয়েছে বিরোধী দলগুলি। রাজস্থানে দুটি আসনে জয় পেল কংগ্রেস, বিজেপি পেল একটি আসন। মধ্যপ্রদেশে বিজেপি জিতল দুটিতে, কংগ্রেস একটিতে।মণিপুরে কংগ্রেস ও বিজেপি, সামান্য কিছু হিসেবের এদিক ওদিক হলেও আশানুরূপ আসনেই জয় পেল। ঝাড়খণ্ডে জিতলো শিবু সোরেনের দল।বিজেপি এখান থেকে পেল একটি আসন।মেঘালয়ের আসনটি পেলো এনপিপি।অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুর দল টিডিপি চেষ্টা করেও সফল হলেন না।অবশেষে চারটি আসনেই জিতল জগন্মোহন রেড্ডির দল।
গুজরাটের গণনা শুরু হল অনেকটা দেরিতে।গুজরাটে তিনটি আসন পেলো বিজেপি ও একটি কংগ্রেস।মধ্যপ্রদেশের রাজ্যসভার এমপি হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেস থেকে ওই রাজ্যে জয়ী হলেন দিগ্বিজয় সিং।রাজস্থান থেকে কংগ্রেসের কে সি বেণুগোপাল এমপি হলেন।
অন্যদিকে, করোনা পরিস্থিতিতেও রাজ্যসভার ভোট নজির রেখে গেল।গুজরাতে ভোটদানে বিরত রইল কংগ্রেসের শরিক দল বিটিপির দুই বিধায়ক।করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক কুণাল চৌধুরী পিপিই কিট পরে ভোট দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here