কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে পুকুর মালিক ও নির্মাণ সংস্থাদের চিঠি দিচ্ছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, শহরের পরিত্যক্ত ব্যক্তিগত পুকুরের মালিকদের এবার নোটিশ দিতে উদ্যোগী হল পুর কর্তৃপক্ষ। নোটিশ মেনে ওই পুকুর সংস্কার বা পরিষ্কার করানো না হলে ৪৯৬/এ ধারায় পুর আইন অনুযায়ী মিউনিসিপ্যাল আদালত পর্যন্ত পৌঁছবে পুরসভা। সূত্রের আরও খবর, ৪৫টি ব্যক্তিগত পুকুরের মালিক ও ১৩টি নির্মাণ সংস্থাকে চিঠি দিতে চলেছে পুরসভা। নির্মাণসংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসবে পুরো কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে শহরে এমনভাবেই মোকাবিলায় নামতে চলেছে পুরসভা।