কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ গুজরাটের গির অরণ্যে গত ৫ বছরে সিংহের সংখ্যা ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৭৪টি।এই কথা টুইট করে দেশবাসীকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।অন্যদিকে, গির অরণ্যে সিংহের এই রেকর্ড সংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে অরণ্যও বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৬শতাংশ।উল্লেখ্য, বিশ্বে একমাত্র গিরেই এশিয়াটিক সিংহের বসবাস।গুজরাটের ৭ টি জেলা নিয়ে প্রায় ১৮০০ বর্গকিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে এই গির অরণ্য।সূত্রের খবর, এ বছর ৯টি জেলায় সিংহের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে।সংরক্ষণের কাজ ভালোভাবে হওয়ার জন্য এই বৃদ্ধি সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।