Bridge-1Miscellaneous 

চন্দ্রভাগা নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতু

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : উচ্চতম রেলসেতু। জম্মু-কাশ্মীরে চন্দ্রভাগা নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতু জোড়ার কাজ শেষ হয়েছে বলে খবর। উল্লেখ্য, ধনুকের মতো দেখতে এই সেতুটি ৩৫৯ মিটার উঁচু। যা আইফেল টাওয়ারের থেকেও উচ্চতায় ৩৫ মিটার বেশি। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ১.৩ কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১,৪৮৬ কোটি টাকা। সেতুটির নির্মাণকাজ শেষ হতে আরও এক বছর পর্যন্ত সময় লাগবে বলে জানানো হয়েছে। এই কাজ সম্পন্ন হলে কাশ্মীরের সঙ্গে রেলপথে গোটা দেশকে জুড়ে দেওয়া সম্ভব হবে। পাহাড়ের দু-পাশ থেকে ব্রিজটি জোড়ার কাজ শেষ হওয়ার খবর জানানো হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্যুইটারে জানিয়েছেন, এই সেতু শুধু ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির ক্ষেত্রে ভারতের শক্তিকেই তুলে ধরছে না, এতে ভারতের সংকল্প ও বদলে যাওয়া কর্মসংস্কৃতির প্রকাশ ঘটেছে।

Related posts

Leave a Comment