কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক, সুজয় থাপা, পুরুলিয়া: ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চিনপিনা রেল ফাটকের সামনে। পুলিশ সূত্রে খবর, ওই আহত ব্যক্তির নাম বাবন বাউরী। বাড়ি বাঁকুড়া জেলায়। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীরা ওই যুবককে গুরুতর অবস্থায় দেখতে পেয়ে খবর দেয় রঘুনাথপুর থানার পুলিশকে। এরপর রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে খবর দেওয়া হয় রেল পুলিশকেও। পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।
আহত ব্যক্তির স্ত্রী ষষ্ঠী বাউরী জানিয়েছেন, তাঁর বাপের বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত রামের বাগিচাতে এবং শ্বশুর বাড়ি বাঁকুড়া জেলায়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ ১০ বছর ধরে তিনি বাপের বাড়িতেই রয়েছেন। অভিযোগ, ১০ এবং ১৩ বছরের দুটি সন্তান থাকা সত্ত্বেও স্বামী বাবন বাউরী ভরণ-পোষণের কোনও দায়িত্ব বহন করেন না। স্থানীয় সূত্রে আরও খবর, গত ৯ মে বাবন বাউরী শ্বশুরবাড়ি এলে, করোনা আতঙ্কের জন্য তাঁকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর ওই ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে বলা হয়। কিভাবে এই ঘটনা ঘটলো তার কিছুই বুঝতে উঠতে পারছেন ষষ্ঠী বাউরী, এমনটাই জানিয়েছেন। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।