ডব্লুবিএঅ্যান্ডএএসআরই-২০২০ পরীক্ষার মাধ্যমে ৫০ জনকে নিচ্ছে পিএসসি, ডব্লুবি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের শূন্যপদে নিয়োগের জন্য “ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন-২০২০” -র মাধ্যমে ৫০ জন কমার্স ব্যাচেলর নিচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল। অন্য রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সাধারণ প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। তাঁরা সংরক্ষণের সুবিধা পাবেন না।
ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া -র মেম্বাররা/ ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া -র মেম্বাররা/ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত রেগুলারে ২ বছরের পুরো সময়ের ফিনান্সের সমতুল পিজি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। কাজেই জন্ম হয়ে থাকতে হবে ২ জানুয়ারি, ১৯৮৪ -র পরে। পশ্চিমবঙ্গের তফশিলিরা ৫, বিসি (এনসিএল)-রা ৩ বছর বয়সের ছাড় পাবেন। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪৫ বছর পর্যন্ত। মাধ্যমিক/ সমতুল পরীক্ষার সার্টিফিকেটে উল্লিখিত জন্মের তারিখ গ্রাহ্য হবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও এই বয়সের ছাড় প্রযোজ্য।
প্রার্থিবাছাই হবে অবজেক্টিভ টাইপ প্রশ্নে প্রিলিমিনারি এবং কনভেনশনাল টাইপ প্রশ্নে মেইন পরীক্ষা এবং এরপর পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। মে, ২০২১ তারিখে প্রিলিমিনারি পরীক্ষা হবে কলকাতা এবং দার্জিলিংয়ের পরীক্ষা কেন্দ্রগুলিতে। দার্জিলিং সদর, মিরিক এবং কার্শিয়ং -এর প্রার্থীর দার্জিলিং কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। মেইন পরীক্ষা হবে কেবল কলকাতাতেই। মেইন পরীক্ষার দিনক্ষণ যথাসময়ে জানানো হবে। এরপর পার্সোনালিটি টেস্টও হবে কলকাতায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হলে তবেই মেইন পরীক্ষা দিতে পারবেন। মেইন পরীক্ষায় সফলদের ডাকা হবে পার্সোনালিটি টেস্টে।
ফি বাবদ দিতে হবে ২১০ টাকা। ফি দেবেন অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা অফলাইনে ব্যাঙ্ক কাউন্টারে, ৩০ ডিসেম্বরের মধ্যে। তফশিল এবং প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত রেজিস্ট্রশন করবেন অনলাইনে, ৩০ ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং ১৭/২০২০. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
আনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগ ইন ||

