পাক ক্রিকেটার ফাওয়াদের সেঞ্চুরি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফাওয়াদের সেঞ্চুরিতে এগিয়ে পাকিস্তান। সূত্রের খবর, প্রায় ১৪ বছর পর পাক মাটিতে টেস্ট ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকা। করাচিতে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করলেন পাকিস্তানের ফাওয়াদ আলম। ৩৫ বছর বয়সী ফাওয়াদের ব্যাটে ভর করে টেস্টের দ্বিতীয় দিনে ভালো জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান। উল্লেখ করা যায়, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ২২০ রানে।
এরপর প্রথম ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় পাকিস্তান। ৩৩-৪ স্কোর নিয়ে শুরু করেন ফাওয়াদ। ফাহিম আশরফ ৬৪ রান করেছেন। তাঁর সঙ্গে জুটি বেঁধে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ফাওয়াদ। দিনের শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩০৮ রান। এখনও পর্যন্ত পাকিস্তান এগিয়ে রয়েছে ৮৮ রানে। রান পেলেন আজহার আলিও। তিনি ৫১ রান করেন।