Guarmangi SinghMiscellaneous 

শরীর-মনকে সতেজ রাখতে জৈব চাষ গৌরমাঙ্গির

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে শরীর ও মনকে সতেজ রাখতে জমিতে জৈব চাষ শুরু করছেন গৌরমাঙ্গি সিং। সূত্রের খবর, এখন জাতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক ইম্ফলের বাড়িতে রয়েছেন। ফুটবল থেকে অনেকটাই দূরে রয়েছেন বর্তমান পরিস্থিতিতে। নিয়মিত শরীরচর্চাও করছেন গৌরমাঙ্গি। পাশাপাশি চলছে বাগানে বিভিন্ন ধরনের শাক-সব্জি লাগানোর প্রস্তুতি। জাতীয় দলের একসময়ের নির্ভরযোগ্য ডিফেন্ডার জানিয়েছেন, বাড়ি থেকে কিছুটা দূরে আমাদের ছোট্ট একটি জমি রয়েছে। তাতে বাগান তৈরি করেছি। লকডাউন পর্বে এই বাগানেই বেশি সময় কাটাচ্ছি। বিভিন্ন রকমের সব্জি লাগিয়েছি। যেমন- লঙ্কা, হলুদ, আদা, স্কোয়াস, ভুট্টা, করলা, কুমড়ো ও লাউ প্রভৃতি। উল্লেখ্য, গৌরমাঙ্গি এখন দ্বিতীয় ডিভিশন আই লিগে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের হেড কোচ। ফুটবলার থেকে এবার কোচিং শুরু করেছেন তিনি। গৌরমাঙ্গি চাষ প্রসঙ্গে জানিয়েছেন, এমন একটা বিরতি না পেলে জৈব চাষের প্রতি আমার এই ভালবাসার কথা হয়তো বুঝতেই পারতাম না।

Related posts

Leave a Comment