NalinMiscellaneous Trending News 

নীট ইউজি রেজাল্ট ২০২০ প্রকাশিত হলো, রাজস্থানের নলিন ৯৯.৯শতাংশ নম্বর নিয়ে শীর্ষে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ অল ইন্ডিয়া মেডিকেল প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ৫ মে এবং ২০ মে। নীট-এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫,১৯,৩৭৫, কিন্তু ১৪,১০,৭৫৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ১৫৪ টি শহরের ২৫৪৮ টি কেন্দ্রে ১১ টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল।

এমবিবিএস এবং বিডিএসের প্রবেশিকা পরীক্ষায় রাজস্থানের নলিন খানদেলওয়াল ৯৯.৯ শতাংশ বা ৭০১ নম্বর পেয়ে শীর্ষে রয়েছেন। ৬৯৫ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে মাধুরী রেড্ডি প্রথম হয়েছেন , তিনি অল ইন্ডিয়া মেধা তালিকায় ৭ নম্বরে রয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন দিল্লির ভাওয়িক বনসাল এবং উত্তর প্রদেশের কৌশিক।

Related posts

Leave a Comment