অর্জুন পুরস্কারের জন্য অঙ্কিতা -দ্বিবীজের নাম
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অর্জুন পুরস্কারের জন্য অঙ্কিতা রায়না এবং দ্বিবীজ শরণের নাম মনোনয়ন করল সর্বভারতীয় টেনিস সংস্থা। চলতি বছরের জন্য এই মনোনয়ন করেছে সংস্থা।আবার ধ্যানচাঁদ পুরস্কারের জন্য কোচ নন্দন বলের নাম সুপারিশ করা হয়েছে বলে জানা যায়।