কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ মায়াপুরে ইস্কনের জগন্নাথ মন্দিরে এবার রথযাত্রা উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।তবে নিয়ম রক্ষার্থে মন্দির প্রাঙ্গনে রথযাত্রা হবে। তবে সাধারণ ভক্তরা অংশ নিতে পারবেন না। অস্থায়ী গুন্ডিচার মন্দির তৈরী করে, সেখানেই মাসির বাড়ি থাকবে জগন্নাথদেব।দ্রুততার সঙ্গে চলছে সুভদ্রা, বলরাম ও জগন্নাথদেবের রথের সংস্কারের কাজ।ইস্কন সূত্রে জানা যায়, ভক্তবৃন্দদের দেখার জন্য অনলাইন ব্যবস্থা করা হবে।