চাকলার মন্দিরে লোকনাথ তিরোধান দিবস পালিত হচ্ছে না
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: চাকলার মন্দিরে স্থগিত হল লোকনাথদেবের তিরোধান দিবস। ১৯ জৈষ্ঠ্য মহাসমারোহে চাকলা মন্দিরে পালিত হয় এই উৎসব। আগামীকাল ২ জুন শুরু হওয়ার কথা ছিল এই উৎসবের। ৩ দিন ব্যাপী এই উৎসব বাতিল হলে করোনার আবহে। মন্দির সূত্রের খবর, এখনই মন্দির খোলা হবে না। ঘরে বসেই প্রার্থনার অনুরোধ করা হয়েছে।
মন্দির কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১৫ দিন পরিস্থিতির ওপর নজর রাখা হবে। তারপর মন্দির খোলার বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় সূত্রে আরও খবর, মন্দিরের প্রধান পুরোহিত লকডাউন পর্বে রায়গঞ্জে ছিলেন। ফিরে আসার পর তাঁকে ১৫ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।