কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার পুজোতে কারোনাসুর। চমকে ওঠার মতোই বিষয়। কৃষ্ণনগরের পটুয়া পাড়াতে এই প্রচেষ্টা দেখা গেল।লকডাউন পর্বে মৃৎশিল্পীরা বসে না থেকে প্রতিমার বায়না পেতে কারোনাকে আঁকড়ে ধরতে চাইছেন। স্থানীয় সূত্রের খবর ,ওখানকার মৃৎশিল্পীরা মহিষাসুরকে ‘কারোনাসুর ‘ রূপ দিতে শুরু করেছেন। করোনার প্রতীকী ছবি তুলে ধরতে শিল্পীরা অসুরের গায়ে স্পাইক লাগাতে শুরু করেছেন। উদ্যোক্তাদের নজর কাড়ার জন্য এই ব্যবস্থা। কৃষ্ণনগরের আনন্দময়ীতলা , নতুনবাজার সহ বেশ কিছু স্থানে এই প্রয়াস চলছে মৃৎশিল্পীদের।