Home Miscellaneous শহরে তারের জট সরাতে পদক্ষেপ নিচ্ছে পুরসভা

শহরে তারের জট সরাতে পদক্ষেপ নিচ্ছে পুরসভা

6
0
Kolkata Municipality-5
Kolkata Municipality-5

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা শহরের প্রায় সব বাতিস্তম্ভেই রয়েছে তারের জট। আম্ফান দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সূত্রের খবর, প্রায় সবকিছুর জন্যই তারের জটকেই দায়ী করে কলকাতা পুরসভা। এক্ষেত্রে পুরসভা সতর্ক করলেও লাভ হয়নি। “আম্ফান”-এর পর বিজ্ঞাপন দিয়েও সতর্ক করা হয়েছে বলেও জানা যায়। তারপরও বিষয়টি গুরুত্ব পায়নি।

এবার কেবল অপারেটর এমএসও-দের ডেকে পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১৪ দিন সময় দিয়েছি। তারপরও তারের জঞ্জাল সরানো হয়নি। আলিপুরের গোপালনগর থেকে এই তারের জঞ্জাল কাটার কাজ শুরু হবে বলেও তিনি জানিয়েছেন। সূত্রের আরও খবর প্রথমে কম উচ্চতায় থাকা কেবলগুলি কাটা হবে। তারপর বাতিস্তম্ভগুলি থেকে বাকি তারের জটলা সরানো হবে। উল্লেখ্য, কলকাতা পুরভবনে প্রায় ২০ জন এমএসও এবং কেবল অপারেটরের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here