কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পুরীর মন্দির কর্তৃপক্ষ প্রভু জগন্নাথদেবের রথ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, শ্রীজগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেটিনের (এসজেটিএ) পরিচালন কমিটির বৈঠকে রথ তৈরির বিষয়টি গৃহীত হয়েছে। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য প্রশাসনের ওপরেই ছেড়েছে এসজেটিএ।
সূত্রের আরও খবর, লকডাউন পর্বে স্বরাষ্ট্রমন্ত্রক রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে যাবতীয় নির্মাণ কাজে ছাড় দেওয়া হয়েছে। পুরী গ্রিন জোনে রয়েছে। আবার রথ তৈরির বিষয়টি ধর্মীয় আকারে না দেখে নির্মাণ হিসেবেই দেখা হচ্ছে। সরকারি ছাড়পত্র পাওয়া গেলে জগন্নাথদেবের রথ ‘নন্দী ঘোষ’-এর সঙ্গেই তৈরি হবে দেবী সুভদ্রার দর্পদলন প্রভু বলভদ্রের ‘তালধ্বজা’ নামের রথদুটিও। রথযাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে খুব শীঘ্রই এমনটা জানা গিয়েছে।
রথ তৈরির সিদ্ধান্তের খবরে ভক্তকূলও কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে। এসজেটিএ সূত্রে জানানো হয়, প্রতিবছ জগন্নাথদেবের রথযাত্রার পূর্বে ভগবান লিঙ্গরাজের ‘রুকুন যাত্রা’ বের হয়। এবার করোনা আতঙ্কের আবহে তা বাতিল করা হয়েছে। সেই অনিশ্চয়তার পর এখন অনেকটাই আশাবাদী ভক্তকূল।