কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বের উন্নয়নে ১০০ কোটি ডলারের লগ্নি প্রস্তাবে অনুমোদন দিল আমেরিকার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন মার্কিন (ডিএফসি)। করোনা পরবর্তী বিশ্বে সংস্থার বোর্ড অব ডিরেক্টরস এই লগ্নিতে ছাড়পত্র দিয়েছে। সূত্রের খবর, এই অর্থ আফ্রিকা, লাতিন আমেরিকা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় ও বিশ্বের উঠতি বাজারগুলিতে বিনিয়োগ করা হবে।
ডিএফসি-র শেয়ার ব্যবহার করে বিনিয়োগেও সম্মতি দিয়েছে সংস্থার বোর্ড। এ বিষয়ে ডিএফসি-র চিফ এগজিকিউটিভ অফিসার অ্যাডাম বোহেলার জানান, এই প্রকল্প বিশ্বের সবথেকে পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নতি সাধন করবে। করোনা মহামারির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া স্বাস্থ্য ও আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে কাজে আসবে এই অর্থ।