আইসিএসই-আইএসসি মে-জুনের আগে সম্ভাবনা কম
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আইসিএসই এবং আইএসসি পরীক্ষাও মে-জুনের আগে হওয়ার সম্ভাবনা কম। আইসিএসই স্কুলগুলির সর্বভারতীয় সংগঠনের বার্ষিক সম্মেলনে এ কথা বলা হয়েছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা সিআইএসসিইর প্রধান কার্যনির্বাহী ও সচিব জেরি আরথুনের এমনই ইঙ্গিত। এক্ষেত্রে আরও জানা যায়, ফেব্রুয়ারি-মার্চ মাসে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না। এর পরে রয়েছে ৫টি রাজ্যে ভোট। ওইসব পর্ব মিটলেই পরীক্ষা নিতে বলা হয়েছে। স্কুল অধ্যক্ষরা মনে করছেন যে, আইসিএসই এবং আইএসসি পরীক্ষাগুলি রাজ্য বোর্ডের পরীক্ষার মতো বিলম্ব হতে পারে। সংগঠনের সর্বভারতীয় সভাপতি সুজয় বিশ্বাস জানিয়েছেন, পরীক্ষাটি যখনই অনুষ্ঠিত হবে তখন পেন-পেপার পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। তিনি অবশ্য স্কুলগুলিকেই ক্লাস সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন