sania and recordsMiscellaneous Trending News 

অলিম্পিকসে সানিয়ার নজির

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রথম ভারতীয় মহিলা হিসেবে ৪টি অলিম্পিকস খেলতে চলেছেন সানিয়া মির্জা। তিনি ভারতের ইতিহাসে প্রথম মহিলা অ্যাথলিট যিনি এই কৃতিত্বের অধিকারী হতে চলেছেন। তাঁর বর্তমান বয়স ৩৪ বছর । পদক জয়ই আসল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

শারীরিক এবং মানসিক দিক থেকে এখন তিনি সম্পূর্ণ ফিট বলেও জানিয়েছেন। ভারতের টেনিস কুইন টোকিওতে অংশগ্রহণ করবেন। ডাবলস পার্টনার হিসেবে থাকবেন অঙ্কিতা রায়না। এবার আলাদা পার্টনার নিয়ে নামছেন সানিয়া মির্জা।

উল্লেখ করা যায়,৫ বছর আগে রিওতে মিক্সড ডাবলস পার্টনার রোহন বোপান্নাকে সঙ্গে নিয়ে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। টোকিওতে পদক জয় সম্ভব বলে জানান তিনি। অঙ্কিতা রায়না ডাবলস পার্টনার হিসেবে যথেষ্ট ভাল। তালিকায় ৯৫ নম্বরে রয়েছেন তিনি। সানিয়ার নম্বর ৯।

এটাই তাঁর শেষ অলিম্পিকস হতে যাচ্ছে । অলিম্পিকে নিজের প্রথম পদকের জন্য লড়বেন তিনি। সম্প্রতি সম্মানজনক আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেয়েছেন সানিয়া।

Related posts

Leave a Comment